নেত্রকোনার কেন্দুয়ায় কোদালের আঘাতে ইদু মিয়া (৫৫) নামের এক আহত কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর আলম (৩০) নামের এক যুবককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। ইদু মিয়া সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি তিন দিন আগে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কীর্ত্তনখলা গ্রামে ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৃষক ইদু মিয়া ও জাহাঙ্গীরের মধ্যে জমির আইল নিয়ে বিরোধ ছিল। এর জেরে গত সপ্তাহে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে জাহাঙ্গীর কোদাল দিয়ে ইদু মিয়ার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করেন।
অন্যদিকে, আহত ইদু মিয়াকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন-চার দিন আগে মাসকা ইউনিয়নের কীর্ত্তনখলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিনই এলাকাবাসী জাহাঙ্গীরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। সোমবার ময়নাতদন্তের পর ইদু মিয়ার মরদেহ কেন্দুয়ার গ্রামের বাড়িতে আনা হবে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। দাফনের পর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিডি প্রতিদিন/জামশেদ