উদ্বোধনের আগেই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারী তিস্তা সেতুটি হুমকির মুখে পড়েছে। সেতুর মাত্র ৪০০ থেকে ৫০০ মিটার পূর্বে চর হরিপুর এলাকায় নদী থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু তোলার ফলে হুমকির সৃষ্টি হয়েছে।
ইতোপূর্বে সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সুন্দরগঞ্জ থানা পুলিশ ড্রেজার উচ্ছেদ করতে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের তোপের মুখে ফিরে আসতে বাধ্য হন। গত ৫ জুলাই চিলমারীর নৌপুলিশ ড্রেজার বন্ধ করতে গিয়ে একজনকে আটক করে। কিন্তু সংঘবদ্ধ বালু উত্তোলনকারীরা নৌপুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়।
এ সংক্রান্ত নিয়মিত মামলাও হয়। আসামিরা জামিনে বেরিয়ে পুনরায় ড্রেজার চালু করে বালু উত্তোলন শুরু করে। বালু ব্যবসায়ীরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তবে কারা বালু উত্তোলন করছে, তা জানি না। কিছুদিন আগে বালু তোলা নিয়ে প্রশাসনের সাথে গোলমালও হয়েছে। এতে কয়েকদিন বন্ধ থাকলেও আবার বালু তোলা হচ্ছে।
তবে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসায় সহযোগিতার অভিযোগ উঠেছে হরিপুর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলামের বিরুদ্ধে। এ ব্যাপারে তিনি বলেন, নদীতে পাবলিকলি কেউ বালু তুলছে না, কেউ বালুর ব্যবসা করছে না। সরকারিভাবে এলজিইডি হয়তো বালু তুলতে পারে।
আগামী ২৫ আগস্ট হরিপুর-চিলমারী তিস্তা সেতু উদ্বোধনের কথা রয়েছে। তার আগেই সেতুর অদূরে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় সেতুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
বিডি প্রতিদিন/এমআই