জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হালিম। বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান বিপুল, জিপি অ্যাডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খয়রাত আলী, আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম মানিক, অ্যাডভোকেট সাদিব গোলাম বিন নাসের প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার মাইলফলক। এই শহীদদের স্মরণ আমাদের দায়িত্ব।”
আলোচনা শেষে গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খয়রাত আলী।
অনুষ্ঠানে জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক