কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব মসজিদের দানবাক্স ভেঙে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে অষ্টগ্রাম থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের সামনে স্থাপন করা ইটের তৈরি পাকা দানবাক্সটির উপরের অংশ ভেঙে টাকা চুরি করা হয়। কয়েকদিনের মধ্যেই দানবাক্সটি খোলার কথা ছিল, তখনই চুরির ঘটনাটি ঘটে যায়।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোছা. দিলশাদ জাহান বলেন, “প্রায় তিন মাস আগে দানবাক্সটি খোলা হয়েছিল, তখন প্রায় ৪০ হাজার টাকা পাওয়া গিয়েছিল। এবার দানের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল। ঘটনার ব্যাপারে থানাকে অবহিত করা হয়েছে।”
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন বলেন, “দানবাক্সটি মসজিদ থেকে কিছুটা দূরে স্থাপিত এবং সেখানে কোনো পাহারাদার নেই। সম্ভবত ছিচকে চোরেরাই ঘটনার সঙ্গে জড়িত। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হোসেন বাবু বলেন, “সম্প্রতি এলাকায় মাদকাসক্তদের সংখ্যা বেড়েছে। সম্ভবত এ চুরি তাদেরই কাণ্ড। যথাসময়ে দানবাক্স খোলা হলে হয়তো লক্ষাধিক টাকা পাওয়া যেত।”
প্রসঙ্গত, মসজিদটি ১৭শ শতকের প্রথম দিকে নির্মিত। এখানে সুলতানী ও মোগল আমলের স্থাপত্য বৈশিষ্ট্য রয়েছে। বিখ্যাত দরবেশ কুতুব শাহর নামানুসারে এ মসজিদের নামকরণ করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এ মসজিদটির পরিচালনার দায়িত্ব স্থানীয় প্রশাসনের অধীনে রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক