রক্তের প্রয়োজনীয় মুহূর্তে এক ক্লিকেই খুঁজে পাওয়া যাবে রক্তদাতা। এ লক্ষ্যেই ফেনীতে চালু হলো প্রযুক্তিনির্ভর মানবিক উদ্যোগ—‘❝রক্তদাতা খুঁজুন❞’।
ফেনী জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন FPI Helping Hand Society এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে, যা রক্তদানের প্রক্রিয়াকে করবে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর। পুরো প্রকল্পটির কারিগরি সহায়তায় ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো. এহসানুল হক ফারহান।
এই ওয়েবসাইটে রেজিস্টারকৃত প্রতিটি রক্তদাতার বিস্তারিত তথ্য থাকবে—রক্তের গ্রুপ, ঠিকানা, মোবাইল নম্বর এবং (যদি দেন) ফেসবুক আইডি। প্রয়োজনের সময় ওয়েবসাইটে ঢুকে একজন রক্তপ্রত্যাশী ব্যক্তি নিজের এলাকার বা রক্তের গ্রুপ অনুযায়ী ডোনার খুঁজে নিতে পারবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সার্ভিসটি সম্পূর্ণ ফ্রি এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে FPI Helping Hand Society-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ তানভীর বলেন, “যখন আমাদের প্ল্যাটফর্মে ১ থেকে ২ হাজার রেজিস্টার্ড ডোনার যুক্ত হবেন এবং কিছু ফান্ডিং সহায়তা আসবে, তখন ফেনী জেলার প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ব্লাড ব্যাংকে QR কোডসহ লিফলেট বা স্টিকার যুক্ত করব। তখন হাসপাতালেই দাঁড়িয়ে কিউআর কোড স্ক্যান করে রক্তদাতা খুঁজে পাওয়া যাবে।”
তিনি আরও জানান, চাইলে ওই স্ক্যান থেকেই কেউ রক্তদাতা হিসেবেও নিজেকে যুক্ত করতে পারবেন।
সংগঠনটি আশা করছে, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফেনীতে রক্ত খুঁজে পাওয়ার কাজ হবে সহজ, দ্রুত ও সাশ্রয়ী। এটি তরুণদের নেতৃত্বে একটি মানবিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই।
বিডি প্রতিদিন/আশিক