নোয়াখালীর সেনবাগে আলাদা দুই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা ৩০টি স্থাপনা ভেকু মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বুধবার বিকেল উপজেলা ফেনী নোয়াখালী ফোর লেইন মহাসড়কের ছমির মুন্সিরহাট বাজার ও কাবিলপুর গরীরেব ৩০০ ফুট নামক স্বপ্নচূড়া চত্বরে অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ভারভেজ ও সেনবাগ থানার একদল পুলিশ।
ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সরকারি সম্পত্তি দখল করে যে বা যারা স্থাপনা নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবিলম্বে যারা সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করেছে, তারা যেন নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নেয়। অন্যথায় প্রশাসন তার উচ্ছেদ অভিযান পরিচলনা করবে।
বিডি প্রতিদিন/এমআই