বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামবাংলার ঐতিহ্য এই নৌকা বাইচকে কেন্দ্র করে নির্মাণাধীণ কালিয়া সেতুর উপর এবং নদীর দু’পারে অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হয়।
কালিয়া উপজেলা বিএনপির আয়োজনে রবিবার বিকাল থেকে নবগঙ্গা নদীতে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কালিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মোট ৫-৭ট নৌকা। নৌকা বাইচ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণদের মিলনমেলায় পরিণত হয়।
উৎসব মুখর এই প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন