চাঁপাইনবাবগঞ্জে লোহার খাঁচায় আবদ্ধ করে রাখা ৮০টি টিয়া পাখিকে মুক্ত করে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়েছে। পাশাপাশি দুই পাখি শিকারীকে আটক করে ২০দিন ও ৩দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলায়। জানা গেছে, বুধবার (১৬জুলাই) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় বণ্যপাণি আইন লংঘন করে লোহার খাঁচায় বিপুল পরিমাণ টিয়া পাখি আটকে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এসময় সেখান থেকে ৮০টি টিয়া পাখি উদ্ধারসহ দুই পাখি শিকারীকে আটক করা হয়। পরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই পাখি শিকারীর একজনকে ২০দিন ও অন্যজনকে ৩দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন এবং রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পাখিগুলো মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন