বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জুলাই আন্দোলনে এক মাসের কম সময়ে দেড় হাজার মানুষকে খুন করেছে স্বৈরাচারী সরকার। তারা ক্ষমতার অপব্যবহার করে পিলখানায় ষড়যন্ত্র করে দেশের সূর্য সন্তানদের হত্যা করিয়েছে। শাপলা চত্বরের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। গত ১৭ বছর ধরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের মানুষ ওই স্বৈরাচারীদের অত্যাচার সহ্য করতে না পেরে আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল। আন্দোলকারীদের হাতে পতন হয়েছে স্বৈরাচারীদের ক্ষমতা।
বুধবার দুপুর ১টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারের সভাপতিত্বে এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ সভাপতি বাবুল আলী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মেরাজ আজিম ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সদস্য সংগ্রহ টিম প্রধান ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন।
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিকভাবে যে যার মত রাজনীতি করতে পারবে। শেখ হাসিনাকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার ছিল আওয়ামী লীগের মূলমন্ত্র।
তিনি বলেন, স্বৈরাচারী সরকার গত ১৭ বছর ধরে অন্যায়ভাবে নির্যাতন, জুলুম, খুন-গুম, লুটপাট, দুর্নীতি করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল।
পরে রাঙামাটি জেলা বিএনপির নতুন সদস্যদের হাতে সদস্য কার্ড তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন