সালমান খানকে ঘিরে প্রেমের গুঞ্জন যেন বলিউডের চিরচেনা অধ্যায়। ক্যাটরিনা কাইফ থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন— নাম ছিল অনেকেরই। তবে সেই তালিকায় এক সময় আলোচিত ছিলেন সুইডিশ-গ্রিক অভিনেত্রী এলি আব্রামও। সম্প্রতি ইউটিউবার আশিষ চঞ্চলানির সঙ্গে প্রেমের ঘোষণা দেওয়ায় তার পুরনো গুঞ্জন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
২০১৩ সালে 'বিগ বস সিজন ৭'-এ প্রতিযোগী হিসেবে অংশ নেন এলি। শোটির হোস্ট ছিলেন সালমান খান। তখন থেকেই বলিপাড়ায় গুঞ্জন— সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা থেকেই এলির বলিউডে প্রবেশ। পরবর্তীতে সালমানের বেশ কিছু ব্যক্তিগত অনুষ্ঠানে এলিকে দেখা গেলে গুজবে আরও জোর পায়।
তবে এবার সেই গুঞ্জনে নিজেই জবাব দিয়েছেন এলি আব্রাম। বলেন, “আমি এসব নিয়ে মাথা ঘামাই না। ওসব রটনায় আমার হাসি পায়। আমি কোনোদিন এসব গুজবে প্রতিক্রিয়া দেইনি।”
আরও বলেন, “সালমানের মাধ্যমে কাজ পেয়েছি— এটা একটা জঘন্য মিথ্যে কথা। আমার একমাত্র গডফাদার আমার বাবা। আমার বাবা-মা ছাড়া আর কেউ আমাকে কোনো কাজ পাইয়ে দেয়নি।”
তবে সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি এই অভিনেত্রী। জানালেন, “শোতে উনি আমার প্রচুর খেয়াল রেখেছেন। এমনও হয়েছে, আমি কোনো সিদ্ধান্তে আটকে গেছি, তখন তার কাছেই পরামর্শ চাইতে গেছি।”
গুঞ্জনের জবাব স্পষ্ট হলেও, সালমান ও এলিকে ঘিরে বলিউডের চর্চা যে এখানেই থেমে যাবে— তা বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/আশিক