এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স বিশ্লেষণে নতুন চমক আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের জন্য পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে ভারতীয় অক্ষয় হিরেমাথকে নিয়োগ দিয়েছে বোর্ড। ২১ আগস্ট সিলেটে জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি।
অক্ষয় হিরেমাথ পুরোপুরি নতুন মুখ নন বাংলাদেশের জন্য। এর আগে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে খণ্ডকালীন ভিত্তিতে বাংলাদেশের সঙ্গেই কাজ করেছিলেন। এবার তার কাঁধে পড়লো পূর্ণকালীন দায়িত্ব।
অভিজ্ঞতার ঝুলিও হালকা নয় অক্ষয়ের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের অ্যানালিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটেও বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন তিনি।
তার আগমন বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে ক্রিকেট বোর্ড। এর আগে দীর্ঘ ছয় বছর পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন আরেক ভারতীয়, শ্রীনিবাসন চন্দ্রশেখর। তিনি ২০২৩ সালে দায়িত্ব ছেড়ে দেন।
এদিকে বাংলাদেশের সামনে এখন ব্যস্ত সূচি। ৩০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামবে টাইগাররা। এরপর দল যাবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে অংশ নেবে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপে।
আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/মুসা