নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে আর্সেনাল। এমিরেটসে লিডস ইউনাইটেডকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ে শতভাগ সাফল্য ধরে রেখেছে মিকেল আরতেতার দল। তবে দলে খুশির পাশাপাশি ছায়া ফেলেছে উদ্বেগ- দুই গুরুত্বপূর্ণ তারকা বুকায়ো সাকা ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড ম্যাচের মাঝপথেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে কষ্টার্জিত জয় পাওয়ার পর এটাই ছিল আর্সেনালের এবারের মৌসুমে ঘরের মাঠে প্রথম ম্যাচ। খেলার আগে দর্শকদের সামনে নতুন সাইনিং এবেরেচি এজেকে পরিচয় করানো হয়। তবে মাঠে শুরুতে কিছুটা অগোছালোই ছিল আরতেতার দল।
৩৪তম মিনিটে কর্নার থেকে ইয়ুরিয়েন টিম্বারের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। চার মিনিট পরেই বিপদ অ্যান্টন স্টাখের সঙ্গে সংঘর্ষে পড়ে যান মার্টিন ওডেগার্ড। দুইবার চিকিৎসা নিয়ে খেলা চালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তৃতীয়বার মাঠে নামা মেডিকেল টিম তাঁকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়। বদলি হিসেবে মাঠে নামেন ১৫ বছর বয়সী কিশোর মিডফিল্ডার ইথান নোয়ানেরি।
ওডেগার্ড মাঠ ছাড়ার পর দলের নেতৃত্ব নেন বুকায়ো সাকা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ এক গোল করেন তিনি। টিম্বারের পাস ধরে ডান দিক থেকে কাট ইন করে শটে বল জড়ান জালের টপ কর্নারে।
তবে দ্বিতীয়ার্ধে গতি আরও বাড়ায় আর্সেনাল। ৪৮ মিনিটে অভিষেক ম্যাচেই নজর কাড়েন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। বাঁ দিক থেকে কেটে ঢুকে দুর্দান্ত শটে করেন দলের তৃতীয় গোল।
৫৬ মিনিটে আবারও কর্নার থেকে হেডে গোল করেন টিম্বার, পূর্ণ করেন নিজের জোড়া গোল। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন ইয়োকেরেস। ১৫ বছর বয়সী ম্যাক্স ডাউম্যানকে ফাউল করায় স্টাখের বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল, যা তাদের লিগ টেবিলের শীর্ষে নিয়ে যায়। তবে পরের ম্যাচেই অ্যানফিল্ডে শক্তিশালী লিভারপুলের মুখোমুখি হবে তারা।
বিডি প্রতিদিন/মুসা