কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে খাবার বিতরণ করেছে জেলা জামায়াত। বৃহস্পতিবার বিকালে শহরের কৃষ্ণকাঠি শহীদ সেলিম তালুকদারের শ্বশুরবাড়িতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন।
কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত অসহায়, দুঃস্থ ও দরিদ্র পরিবারের পুরুষ, মহিলা এবং শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল