কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া গ্রামের সুজন (৩০)-এর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য তৈরি হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তাকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করা হয়। নিহত সুজন আবুল হোসেনের ছেলে। তিনি আগে থেকেই কিডনি জটিলতায় ভুগছিলেন। পাঁচ বছর আগে তার মায়ের একটি কিডনি প্রতিস্থাপন করা হয়।
মা খোকন বেগম বলেন, গত ২৫ মে সম্পত্তি দখল নিয়ে ঝগড়ার সময় আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করে চাচাত ভাইয়েরা। এতে তার পুরনো অসুস্থতা বেড়ে যায়। চিকিৎসা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত মারা গেল।
সুজনের বাবা আবুল হোসেন অভিযোগ করেন, তার চাচাত ভাইয়ের ছেলে রুকন উদ্দিন, স্বপন মিয়া ও ইকবাল হোসেনসহ পরিবারের কয়েকজন মিলে সম্পত্তি দখল করে আসছেন। এ নিয়ে মামলা চলমান। তিনি ছেলের হত্যার বিচার দাবি করেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ