চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামের এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহবান জানিয়েছেন। নিহত ইব্রাহিম বাবু ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও গ্রামবাসী জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইব্রাহিম বাবুসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতে নিয়ে যায়।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ঘটনাটি আমরা শুনেছি। নিহতের পরিবারও পুলিশের কাছে একই তথ্য দিয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, এ বিষয়ে ভারতের ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। বিএসএফ দাবি করেছে একদল চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ