লক্ষ্মীপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা সমাজসেবার বাস্তবায়নে বাগবাড়ি এলাকায় শহর সমাজসেবা মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে কুমার-কামার, বাঁশ-বেতের প্রস্তুতকারক ও নাপিতসহ ৯ টি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান।
শহর সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র মজুমদার, জেলা সিভিল সার্জন মোহাম্ম আবু হাসান শাহীন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র, জেলা কৃষি স¤প্রসারণের উপ-পরিচালক জহির আহমেদ, শিক্ষাবিদ জেড এম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহি সানি, জেমস'র নির্বাহী পরিচালক আসাদ চৌধুরী ও সমাজসেবা অফিসার শাহ মোহাম্মদ কায়সার প্রমুখ।
বক্তারা বলেন, পেশার মান উন্নয়নে সমাজসেবা প্রকল্প শুরু করা হয়। পেশা পরিবর্তনে আমাদের কোন আগ্রহ নেই। কুমার-কামারসহ বিভিন্ন পেশাজীবীদের প্রশিক্ষণের আওতায় এনে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা আমাদের লক্ষ্য। প্রশিক্ষণ শেষে প্রয়োজন অনুযায়ী প্রকল্পের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে সহযোগীতা করা হবে।
সমাজ সেবা কার্যালয় সূত্র জানায়, ২০১৭ সালে বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি শুরু হয়েছে। প্রকল্পের প্রথম ফেইজ শেষ হয়েছে। এখন দ্বিতীয় ফেইজের মাধ্যমে পেশাজীবীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম