রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) অপসারিত মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে এক সপ্তাহের সময়সীমা বেধে দিয়েছেন অপসারিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জনপ্রতিনিধিদের পুনর্বহাল করা না হলে আগামী ১২ জুন থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে।
এর আগে, ‘রংপুর নগরবাসী’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে গ্র্যান্ড হোটেল মোড়, প্রেস ক্লাব, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, টাউন হল হয়ে সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, মোখলেছুর রহমান তরু, মকবুল হোসেন, ফেরদৌসী বেগম, দোকান মালিক সমিতির সভাপতি জাবেদ হোসেন জুয়েল, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহেদুল ইসলামসহ অনেকে।
বিডিপ্রতিদিন/কবিরুল