পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের প্রতিটি ক্লাবে তিনি গোলের শতক স্পর্শ করেছেন, আর সম্প্রতি আল নাসরের জার্সিতেও সেই ইতিহাস গড়লেন।
শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপের ফাইনালে আল-আহলির বিপক্ষে আল নাসরের হয়ে পেনাল্টি থেকে গোল করে রোনালদো তার ক্লাবের হয়ে শততম গোল পূর্ণ করেন। যদিও ম্যাচে আল নাসর ৫-৩ গোলে পরাজিত হয়, রোনালদোর এই মাইলফলক ফুটবল ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রয়ে গেল।
রোনালদোর ক্যারিয়ারে ইতোমধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের জার্সিতে একশর বেশি গোল করার রেকর্ড। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল ও ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫ গোল করে দুই ক্লাবে অসামান্য অবদান রেখেছেন। জুভেন্টাসে ১৩৪ ম্যাচে ১৩৪ গোল করা রোনালদো এবার আল নাসরে ১১৩ ম্যাচে শততম গোল স্পর্শ করলেন।
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন চারটি ক্লাবে একশ বা তার বেশি গোল করার গৌরব অর্জন করলেন সিআরসেভেন। এছাড়াও, আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের জার্সিতে ১৩৮ গোল করে রোনালদো জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আছেন।
বর্তমানে তার মোট গোলের সংখ্যা ৯৩৯, এবং হাজার গোলের মাইলফলক স্পর্শের পথে দৌড়ে চলেছেন রোনালদো।
বিডি প্রতিদিন/মুসা