১০ দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় নেত্রকোনায় সকল পেট্রোল পাম্পে বন্ধ রয়েছে তেল বিক্রির কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন তেল ক্রয়কারীরা।
আজ রবিবার (২৫ মে) পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলার নিবন্ধিত মোট ১৮ টি পেট্রোল পাম্পের সবগুলোতে বন্ধ রয়েছে ডিজেল, পেট্রোল অকটেনসহ সকল প্রকার তেল বিক্রি।
এদিকে পাম্প মালিক কর্তৃপক্ষ বলছেন দীর্ঘদিন ধরেই তারা সরকারের কাছে তেল বিক্রয়ের কমিশন নূন্যতম ৭ শতাংশ, সকল ট্যাংকলরীর জন্য আন্ত:জেলা রোড পারমিটসহ মোট দশ দফা দাবি তুলে ধরে ২৪ মে’র মধ্যে বাস্তবায়ন চেয়েছিলেন।
দাবি বাস্তবায়ন না হওয়ায় সারাদেশে একযোগে পালিত হচ্ছে এই কর্মসূচি।
এদিকে তেল না পেয়ে ঘুরে যাচ্ছে ছোট-বড় বিভিন্ন যানবাহন। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে মোটরসাইকেল চালকরাও। তবে সাধারণ যাত্রীরা বলছেন এই ধরনের কার্যক্রম উদ্দেশ্যপ্রণোদিত।
বিডি প্রতিদিন/জামশেদ