ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী বাসস্ট্যান্ডে সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে যাত্রীদের উদ্ধার করে এবং খাদে পড়ে থাকা গাড়িটি উত্তোলন করে হাইওয়ে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাসে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে। তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে উল্টে পড়ে গেলে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএ