ঠাকুরগাঁওয়ে প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো কার্যালয়ে অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলার গ্রাহকরা।
আজ সোমবার (১২ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের ব্যানারে জেলা প্রশাসক চত্বর থেকে নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন গ্রাহকরা। পরে নেসকোর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রি-পেইড মিটার বিরোধী বক্তব্য দেন গ্রাহকরা।
এ সময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক মাসুদ আহম্মদ সুবর্ন, যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান তানু, সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক, সদস্য সোহেল রানা সহ অন্যান্যরা।
বক্তারা প্রি-পেইড মিটার যাতে না স্থাপন করা হয় তার জোর দাবি জানান।
বিডি প্রতিদিন/জামশেদ