নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ মতবিনিময় সভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউররহমান বাবলু ও সাধারণ সম্পাদক দুলাল সরকারকে আটক করা হয়েছে। আহতদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে শর্ট গানের গুলিতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানান, বিকেলে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করতে মতবিনিময় সভা শুরু হয়। সভার শেষ পর্যায়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্যের শেষ পর্যায়ে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম নজু প্রতিবাদ জানান। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। হাতাহাতির একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু বলেন, আওয়ামী লীগের আমলে জেল খাটতে হয়েছে। এখনো হাজতে থাকতে হচ্ছে। রাতের ঘটনায় আমাদের দুজন গুলিবিদ্ধ হয়েছে। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকার। তিনি বলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ বিএনপি নেতাদের নাম উল্লেখ্য করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের শেষ দিকে প্রতিবাদ জানান নাজমুল করিম নজু। তখন উত্তেজিত হয়ে তাদের লোকজন আমাদের লোকজনের ওপরে হামলা করেন। তবে গুলি করার অভিযোগ সত্য নয়।
জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল বলেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক মতবিনিময় সভার শেষ দিকে আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। আমার কোনো সমর্থক গুলিবর্ষণের সঙ্গে জড়িত নয়।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ বলেন, হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন নাজমুল করিম নজু। এ সময় আমার সমর্থকরা প্রতিবাদ জানায়। তারপর কি হয়েছে আমার জানা নেই। কারণ আমি সভাস্থলে ছিলাম, বাইরে কি হয়েছিল, তা বলা সম্ভব নয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, বিএনপির মতবিনিময় সভায় নিজেদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় গুলি হয়েছে। দুই রাউন্ড শর্ট গানের গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় গভীর রাতে সেনাবাহিনীর দল পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক দুলাল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ