লা লিগার সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিল বার্সেলোনা। রবিবার (১১ মে) অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকও ঠেকাতে পারেনি বার্সাকে। প্রথমার্ধেই ৬টি গোলের বন্যায় ম্যাচটি রূপ নেয় উত্তেজনার চূড়ায়। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা।
এই ম্যাচের প্রথম ৩৫ মিনিটেই পাঁচটি গোল হয়। ১৯২২ সালের মার্চের পর এই প্রথম এল ক্লাসিকো ম্যাচে এমন গোলবৃষ্টি দেখা গেল। প্রথমার্ধেই ম্যাচে ৬টি গোল হয়, যা এল ক্লাসিকোর ইতিহাসে অন্যতম বেশি।
এছাড়াও বার্সেলোনা এই মৌসুমে চারবার মুখোমুখি হয়ে চারবারই হারাল রিয়াল মাদ্রিদকে- লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও দ্বিতীয় লিগ ম্যাচে। শত বছরের এল ক্লাসিকো ইতিহাসে এই প্রথম কোনও ক্লাব মৌসুমে চারবার অপর ক্লাবকে হারাল।
ম্যাচের ৫ম, ১৪তম ও ৭০তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন কিলিয়ান এমবাপ্পে। এল ক্লাসিকোর ইতিহাসে এটি তার প্রথম হ্যাটট্রিক। একইসঙ্গে তিনি এক মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৩৯ গোলের রেকর্ড গড়েন, যা জামোরানো ও রোনালদোকে ছাড়িয়ে গেছে।
এই জয়ের ফলে ৩৫ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ দাঁড়াল ৮২ পয়েন্টে, রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে। হাতে থাকা তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেলেই ২৮তম লা লিগা শিরোপা নিশ্চিত করবে কাতালান ক্লাবটি।
হান্সি ফ্লিক ম্যাচশেষে জানান, "রক্ষণে আমাদের কাজ এখনও বাকি, তবে খেলোয়াড়দের লড়াকু মানসিকতা প্রশংসার যোগ্য।" অপরদিকে রিয়ালের কোচ আনচেলত্তি বলেন, “আমরা আক্রমণে যথেষ্ট চেষ্টা করেছি, তবে প্রথমার্ধে যে ভুলগুলো করেছি তা বড় খরচ ডেকে এনেছে।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ