বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অর্ন্তবর্তী সরকার ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ আজ খুশি।’
তিনি আরও বলেন, ‘যে সকল মানুষকে তারা জোর করে ওই দলে যোগ দিতে বাধ্য করেছিল তারা এখন যেকোন দলে যেতে পারেন। তবে যারা মানুষের প্রতি অন্যায় করেছে তাদের গ্রেফতার ও বিচার করতে হবে।’
আজ রবিবার দুপুরে ১১ মে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৪’শ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে কোরআন শরীফ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কোরআন উপহার অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।
আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। পরে মেধাবী শিক্ষার্থীদের কোরআন শরীফ উপহার দেন অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ