কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইমরান হোসেন ও ইব্রাহিম আলী নামে দুই ভাই নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তাদের জীবিত কিংবা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ পানিতে ডুবির ঘটনা ঘটে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া না গেলে আজ রবিবার সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে নদে খোঁজার কাজ অব্যাহত রেখেছেন।
৮ বছরের নিখোঁজ ইমরান হোসেন ও ১২ বছরের ইব্রাহিম আলী দুইজনই বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গত ৬ বছর আগে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিবাহ বিচ্ছেদ ঘটার পর তাদের মা ইসমোতারার অন্যত্র বিয়ে হয়। পরে তারা দুজন তাদের চর জলঙ্গারকুঠির বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতে অবস্থান করতে থাকে।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তাদের সহপাঠী রাফি ইসলামসহ ইমরান ও ইব্রাহিম ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এসময় রাফি দ্রুত নদের তীরে উঠতে পারলেও তারা দুই ভাই নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়রা নদে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হন। রবিবার সকাল পর্যন্ত তাদের দুই ভাইকে জীবিত কিংবা মৃত উদ্ধার করতে কেউ সক্ষম হননি।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, আজ সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ মিলে তাদের মরদেহ উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।
বিডি প্রতিদিন/হিমেল