জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার আয়োজনে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এম. টি আক্তার টুটুল।
এসময় ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ শাওন, জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আলী, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন শেখ, আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাশরাফি আহমেদ, এবিএম মোর্শেদ পলাশ, খাইরুল হাসান, মোঃ আবীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, কামরুজ্জামান বদর, কাজী শাহাদত মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
বিডি প্রতিদিন/এএ