জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে শুরু হয়েছে ‘২৪-এর রঙে’ শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে উপজেলা পর্যায়ের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। তিনি প্রতিযোগিতার বিভিন্ন চিত্রকর্ম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, রামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজুদ্দিন এবং হাসমাত জামান সৈকতসহ অন্যান্য অতিথিরা।
বিডি প্রতিদিন/জামশেদ