অধ্যাপক শাকিল হুদাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ইনস্টিটিউটটির পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল (১৬ জুলাই ২০২৫) থেকে অধ্যাপক শাকিল হুদাকে আইবিএ, ঢা:বি:’র পরিচালক হিসেবে নিয়োগ কার্যকর করা হয়েছে। এই নিয়োগের পূর্বে তিনি ৮ অক্টোবর ২০২৪ থেকে ইনস্টিটিউটটির পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৯২ সালে আইবিএ, ঢা:বি: থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং মার্কেটিং শাখায় প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে, প্রফেসর হুদা ২০০২ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় থেকে এমআইএস-এ মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ে পাঠদানসহ অধ্যাপক শাকিল হুদার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠানসমূহে পরামর্শ প্রদান এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও স্বনামধন্য বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা।
বিডি প্রতিদিন/আরাফাত