ব্রাহ্মণবাড়িয়ার একটি রেস্টুরেন্টের ফ্রিজে তেলাপোকার বংশবিস্তার, অবিক্রিত খাবার বিক্রিসহ নানা ধরণের অনিয়ম দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌর এলাকার ফুড হাট রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেস্টুরেন্ট মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুড হাট রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ফ্রিজে তেলাপোকা ও ছারপোকার বংশবিস্তার, অবিক্রিত বাসি গ্রি, বিরিয়ানি রাখা, কর্মচারীদের কোন ড্রেসকোড না থাকা, কাবার প্রস্তুত করার স্থানে পানি জমে থাকা ও নোংরা পরিবেশ লক্ষ্য করা যায়। এ অবস্থায় রেস্টুরেন্ট মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএম