‘সবুজে সাজাই বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শুরু হওয়া বৃক্ষরোপণ ও বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) পাথরঘাটা উপজেলার অধ্যাপক এন. আই. খান রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং সাংবাদিক, লেখক ও সমাজসেবক শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর্জা খালেদ, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির খান, সমাজসেবক মেহেদী সিকদার, সোহেল মল্লিক, পরিবেশ সংগঠক মো. জুবায়ের এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সাংবাদিক মো. হাসানুর রহমান ঝন্টু।
আলোচনা সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং গাছ সংরক্ষণের অঙ্গীকার করেন। তারা প্রত্যেকে নিজ জন্মদিনে একটি করে গাছ লাগানো এবং বন্ধুদের জন্মদিনে একটি করে চারা উপহার দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। এ ছাড়া ‘গাছের সঙ্গে বন্ধুত্ব’ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ