নড়াইলের লোহাগড়ায় মো. রাহাজ কাজী (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তার ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার মল্লিকপু ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে তারই শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাহাজ কাজী উপজেলার পাঁচুড়িয়া গ্রামের জয়নাল কাজীর ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চাকরি করার সুবাদে রাহাজ কাজী ও তার স্ত্রী কর্মস্থল ঢাকাতে বসবাস করেন। বৃহস্পতিবার (১ মে) ঢাকায় স্ত্রীকে রেখে গ্রামের বাড়ি পাঁচুড়িয়াতে আসেন তিনি। শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান রাহাজ কাজী। শনিবার (৩ মে) সকালে ঘরের দরজা না খুললে অনেক ডাকাডাকি করেন তার মা। কোন সাড়া শব্দ না পেয়ে পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে দেখেন, গলায় রশি দেয়া অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘নিহত রাহাজ কাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
বিডি প্রতিদিন/এএম