কুড়িগ্রামের কলেজ মোড়স্থ সাধারণ পাঠাগার হলরুমে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স এনসিটিএফ এর কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন।
আজ শুক্রবার দুপুরে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ নির্বাচনে সভাপতিত্ব করেন এনসিটিএফ কুড়িগ্রাম সভাপতি মার্জিয়া মেধা।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক মাহবুবুর রহমান, ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক নুরনবী, উপদেষ্টা কমিটির সদস্য ইলা বর্ষণ ও মেহেদী হাসানসহ অন্যান্যরা।
শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ৪২ জন শিশু ভোটার হিসেবে অংশ নেয় এবং বিভিন্ন পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি নোশীন তানভীর আহমেদ, সহ-সভাপতি মাহিয়া জান্নাত রোজ, সাধারণ সম্পাদক সাফিয়া বরণ ও যুগ্ম সাধারণ সম্পাদক নিহাফ খানসহ অন্যান্যরা। এ নির্বাচন শেষে নব-নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হয় এবং সদ্য বিদায়ী কমিটির সদস্যদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ