ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ঘর এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবিরের নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন ও ঘর বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুতজ্জামান বদুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এ সময় সদরপুরের দরিদ্র অসহায় এক মহিলাকে বিনামূল্যে ঘর করে দেওয়া হয়। এছাড়া উপজেলার বেশ কয়েকটি দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আলমগীর কবির জানান, দরিদ্র মানুষের জন্য তিনি আগামীতেও কাজ চালিয়ে যাবেন।