দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে ওই মহাসড়কে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফুলবাড়ীর বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে ভ্যানচালক আইয়ুব আলী (৫৫) ও গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে ভ্যানযাত্রী একিন আলী (৫০)। একিন আলী পেশায় চায়ের দোকানি ছিলেন।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই মহাসড়কের জয়নগর বাজারের উদ্দেশে ভ্যানযোগে খড়ি নিয়ে যাচ্ছিলেন। জয়নগর বাজারের নূর আলমের কীটনাশকের দোকানের সামনে এলে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপ দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে গেলে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী একিন আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আইয়ুব আলীর মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম খন্দকার মুহিব্বুল জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/এমআই