গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপিনাথপুর এলাকার মাহামুদ মিয়ার মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শিশুটি তার মায়ের সঙ্গে বাবার কর্মস্থল সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির অপরএকটি রিকশাভ্যান আলেয়া ও তার মাকে বহনকারী রিকশাভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এসময় গাইবান্ধাগামী একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম