রংপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রাম ভুরুঙ্গামারী আন্ধারীঝাড় হাটেরকুঠি এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম হোসেন (২৩), রংপুর নগরীর হারাগাছের উদয় নারায়ণ মাছহাড়ি এলাকার এজাহারুল ইসলামের ছেলে আজম আলী (১৯) ও ধুমেরকুঠি পশ্চিমপাড়ার মাহফুজার রহমানের ছেলে সিয়াম বাবু ওরফে বানিয়া বাবু (২৬)।
গ্রেফতারকৃতদের মধ্যে আসামি শামীম ও সিয়াম বাবু শনিবার রাত সাড়ে ৯টায় রংপুর মেট্রোপলিটন আমলী আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলা সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার ভুক্তভোগী গৃহবধূর সাথে মোবাইল ফোনে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে শামীম প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি পেয়ে ওই গৃহবধূ তার স্বামীর গচ্ছিত ১১ লাখ টাকা নিয়ে গত ৫ মার্চ নগরীর সাহেবগঞ্জ এলাকায় আসেন। সেখানে শামীম, আজম ও বাবু ওই গৃহবধূকে হারাগাছের ধুমেরকুঠি এলাকার একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের পর টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে হারাগাছ মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যান। এরপর গত শুক্রবার (১৮ এপ্রিল) তথ্য প্রযুক্তির সাহায্যে শামীম ও আজম আলীকে নারায়ণগঞ্জ সদর এলাকার একটি বাড়ি থেকে এবং সিয়াম বাবুকে হারাগাছের ধুমেরকুঠি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
হারাগাছ থানার ওসি মমিনুল ইসলাম সোহেল বলেন, শামীম ও সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল