গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কোচাশহর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার নানা বয়সী মানুষ এতে অংশ নেন।
বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ, শালমারা ও কোচাশহর ইউনিয়নের একমাত্র চলাচলের এই সড়কটির কোচাশহর বাজার এলাকা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে আছে। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়কে চলাচল করে। সড়কের বেহাল দশার কারণে মানুষদের প্রতিনিয়ত নানা দুর্ভোগের শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, বিগত কয়েক বছর ধরে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার অংশে সড়কটি সংস্কার আর মেরামতের নামে বার বার অর্থ ব্যয় করেও স্থায়ী কোনো সমাধান হয়নি। সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতায় স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই বর্ষার আগেই সড়কটি সংস্কারের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল, কোচাশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোচাশহর ইউপি শাখার সভাপতি বদরুল হাসান মন্ডল, সমাজসেবক দবির হোসেন, ইউপি সদস্য মূসা মিয়া ও বজলুর রহমান মন্ডল, ইউনিয়ন যুবদলের আহবায়ক ফিরোজ কবির পারভেজ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বাপ্পী শেখ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ