দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার লোকজনের যাতায়াতের অন্যতম নৌপথ হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া। প্রতিবছর ঈদের সময় ভোগান্তি থাকলেও এবার ভিন্ন চিত্র। ফেরি অপেক্ষা করছে যানবাহনের জন্য, আর লঞ্চ বসে আছে যাত্রীর জন্য।
সরেজমিনে দেখা যায় একঘণ্টা অপেক্ষা করে কিছু যানবাহন পার করছে ফেরি। অপর দিকে লঞ্চ বসে আছে যাত্রীর অপেক্ষায়। আগের দিনগুলিতে ছিল উল্টো। আগে ফেরি ও লঞ্চের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। পদ্মা সেতু চালু হবার পর থেকে এ নৌপথের লোকজন হয়রানি থেকে মুক্তি পেয়েছে।
যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে ২৩টি ফেরি ও ৩৩টি লঞ্চ রয়েছে। আইনশৃংখলা রক্ষার্থে ৬০০ পুলিশ নিয়োজিত থাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল