ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত। আজ সকাল ৮টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। এতে ইমামতি করেন খাগড়াছড়ি বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানি।
এজামাতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া,
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত, জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আবচারসহ ও পৌর এলাকার কয়েক হাজার মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।
খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায়। এছাড়া সদরসহ জেলার ৯ উপজেলার ২৯১টি ঈদগাহে এবার ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পরপরই কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য আত্মার মাগফেরাত কামনা করাহয়।
বিডি প্রতিদিন/এএ