বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় পাচ হাজার মুসল্লি। ঈদ জামাতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ফিলিস্তিনের গাজাবাসীর জন্য দোয়া করা হয়।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন সূর্য ও নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এ দেশকে সবাই মিলেমিশে গড়ে তুলব। ভেদাভেদহীন, বৈষম্যহীন ও অন্যায়-অত্যাচারহীন সমাজ গড়ে তোলা হবে। এখানে থাকবে ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানুষের অংশগ্রহণ। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আবু সাঈদ যে লক্ষ্যে আত্মত্যাগ করেছেন, আমরা যেন সেটি নিশ্চিত করতে পারি। প্রশাসন, সামরিক প্রশাসন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে পারব।
এর আগে সকাল ৮টায় পুলিশ লাইন্সে, সকাল ৯টায় কেরামতিয়া মসজিদসহ সকাল ৮টা থেকে ১০টার মধ্যে রংপুরের ৮ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/একেএ