পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ঈদের চাঁদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত সাড়ে আটটায় পৌর শহরের দারুল মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করে। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা মেহেদি উৎসবে মিলিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা একে অপরের হাতে মেহেদির রঙ লাগিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
এর আগে শিক্ষার্থীরা মুক্ত আকাশে চাঁদ দেখা এবং মাদ্রাসার হলরুমে পরিবেশিত ইসলামী সংগীতে অংশ নেয়।
শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী এ উৎসবকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
বিডি প্রতিদিন/আশিক