বরগুনার পাথরঘাটায় ১৫ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার সকাল ৮ টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মাংসসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩২)। তার বাড়ি কাঠালতলী ইউনিয়নের কাঠালতলী গ্রামের, বাবার নাম বাদশা মিয়া।
কোস্টগার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকালে কাঠালতলী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। আটককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল