খুলনায় সন্ত্রাসীদের সাথে পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়।
এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ ঘটনায় পুলিশ ও যৌথ বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কয়েকটি অস্ত্র ও গুলি এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাড়িটিতে কালা লাভলুসহ সন্ত্রাসীরা গোপন মিটিং করছিল বলে পুলিশ জানিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ জানান, শনিবার মধ্যরাতে নগরীর সোনাডাঙ্গার আরামবাগ এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়ে বৈঠক করছে- এমন খবর পেয়ে কেএমপি ও যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর টিম আরামবাগ এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশ ও যৌথবাহিনীর ওপর গুলি বর্ষণ করে।
এ সময় অভিযান পরিচালনা টিমও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। একপর্যায় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আহত অবস্থায় ১১ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, ১টি একনলা শর্ট গান, ১টি কাটা বন্ধুক, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, সর্টগানের কয়েক রাউন্ড গুলি ও সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।