সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবিতে নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার রাত ১০টায় উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি এলাকায় বৌলাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০), একই গ্রামের নিয়ন সরকারের মেয়ে জয়িতা সরকার (৬), নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা রানী সরকার (৮)।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় একটি ইঞ্জিনচালিত নৌকা সুনামগঞ্জের মধ্যনগর থেকে যাত্রী ও মালামাল নিয়ে জামালগঞ্জের উদ্দেশে রওনা হয়। অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে নৌকাটি বৌলাই নদীর মদনাকান্দি এলাকায় পৌঁছালে ডুবে যায়। এতে ৪ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, "নৌকাডুবিতে ৪ জনের মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ রয়েছেন কিনা সে ব্যাপারে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।"
বিডি প্রতিদিন/আশিক