বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পটুয়াখালীর দুমকি দুই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
আজ শনিবার পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটারা নিবাসী শহীদ মোহাম্মদ মিলন হাওলাদার এবং দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী নিবাসী শহীদ মোহাম্মদ জসিম উদ্দিনের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় মনিটর অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মো. মহিবুল্লাহ্ রুবেল, এটিএম সাইফুদ্দিন হীরা, জাকারিয়া আহমেদ, জাহিদুল ইসলাম রাতুল, খালিদ রাফি, সুমন শরীফ, সৈয়দ রিয়াদ, মো. রেজওয়ান ইসলাম রামিম প্রমুখ।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে এবং কেন্দ্রীয় ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় বরিশাল বিভাগীয় আহ্বায়ক ড. শেখ মনির উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর উপস্থিতিতে এই কর্মসূচি শুরু হয় গত ২৪ মার্চ।
বিডি প্রতিদিন/জুনাইদ