বগুড়ায় এবার প্রায় ১ হাজার ৮০৩ টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে শহরের সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে জেলা প্রশাসক ও আয়োজক কমিটির সভাপতি হোসনা আফরোজা এ কথা বলেন।
শনিবার বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ঘুরে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য মাঠে সাজ-সজ্জার কাজ চলছে। মুসল্লিরা যেন নামাজ পড়তে কষ্ট না পায় সেজন্য কাপড় দিয়ে ছাউনি করে দেয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাঠের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে।
এদিকে বগুড়ায় মুসল্লিরা যেন নির্বিঘ্নে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন সে লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, জেলায় এবার মোট ১ হাজার ৮০৩ টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এরমধ্যে সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এটি বগুড়ার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বগুড়ার সর্বস্তরের জনগণ এখানে নামাজ আদায় করবেন। এবারই প্রথম এই ঈদগাহ মাঠে নারীদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ