মুঘল সাম্রাজ্যের সময় জমিদাররা আভিজাত্যের প্রতীক ছিলেন। তারা যেমন শাসক ছিলেন তেমনি শোষকও ছিলেন। ১৯৪৮ সালে ব্রিটিশ শাসনের অবসান হলে ১৯৫০ সালে জমিদারি প্রথা বাতিল হয়ে যায়। পরে সমস্ত ভূমি ফেডারেল সরকারে অধীনে চলে যায়। এক সময় জমিদারি প্রথা ধ্বংস হয়ে যায়।
বগুড়ায় প্রায় ৩ যুগেরও আগে জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহারের খ্যাতিমান জমিদারের বিলাসবহুল বাড়ি ছিল। সেই বাড়িতে জমিদারি প্রথায় চলতো খাজনা আদায়। ঈদ আসলেই জমিদারের নিপীড়ন বেড়েই চলতো খাজনা আদায়ের। সেই সময় আত্মীয়-স্বজন, প্রজা, কর্মচারী আর কর্মকর্তাদের পদচারণায় মুখরিত ছিল বাড়িটি। এখন বিলাসবহুল এই জমিদার বাড়িতে নেই আর ঈদ আনন্দ। জমিদার বাড়িটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও সংস্কারের অভাবে প্রায় ধ্বংস হতে চলেছে।
জানা গেছে, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহারে খ্যাতিমান জমিদারের বিলাসবহুল বাড়ীটি আজ কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটির নাম সাহেব বাড়ি নামেও পরিচিত। কেউ বলেন, খাঁন সাহেবের বাড়ি। যে যেই নামেই ডাকুক না কেন, এটাই হলো জমিদার বাড়ি। বাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হতে চললেও জমিদারের কর্মযজ্ঞের স্মৃতি আজও মানুষের মুখে মুখে রয়েছে। দৃষ্টিনন্দন অবকাঠামো সাহেব বাড়িটি বৃটিশ আমলের ঐতিহ্যবাহী একটি ভবন। এক সময়ে এই বাড়ির চারপাশের নান্দনিক দৃশ্যে মানুষ আকৃষ্ট হতো।
বাড়িটির সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসতেন অগণিত মানুষ ও পর্যটক। বিভিন্ন দিবস ও উৎসবে আত্মীয়-স্বজন, প্রজা, কর্মচারী আর কর্মকর্তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠতো। অথচ আজ জমিদার প্রথা বিলীন হওয়ায় নেই ঈদ আনন্দ। পরিবারের সদস্যরাও থাকেন না সেই বাড়িটিতে।
গুনাহারের এই জমিদার বা সাহেব বাড়িটি খাঁন বাহাদুর মোতাহার হোসেন খানের। খাঁন বাহাদুর মোতাহার হোসেন খাঁন দুই পুত্র ও ৫ কন্যার জনক। তিনি ব্রিটিশ সরকারের অধীনে বাংলার বিহার, উড়িৎষার এক্সসাইজ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছিলেন সৌখিন এবং সৌন্দর্যের পঞ্জারী জমিদার। তাইতো যখন এ দেশে একটি একতলা ভবন নির্মাণ করা ছিল কোন অপ্রত্যাশিত স্বপ্ন পূরণের আশা। ঠিক সেই সময় ১৯৩৯ সালে তিনি গুনাহারের মতো নিভৃত পল্লীতে নির্মাণ করেন রাজপ্রসাদতুল্য দ্বিতল বিশিষ্ট দৃষ্টিনন্দন এবং বিলাসবহুল ভবন।
ভবনের চতুরপাশ ঘিরে খনন করা হয়েছিলো বিশাল নিরাপত্তা দিঘী। এই দিঘীতে জমিদার পরিবারের সদস্যরা বিকেলে নৌ-ভ্রমন করতেন। পাশাপাশি জমিদার বাড়ীর পশ্চিম পার্শ্বে বিশাল একটি ঘাট বাঁধানো দর্শনীয় পুকুর ছিলো। এই পুকুরেই জমিদার পরিবারের সদস্যরা গোসল করতেন। পুকুরের পশ্চিম দক্ষিণে বিশাল উচু সীমানা প্রাচীর ছিলো যা আজও ক্ষত বিক্ষত অবস্থায় স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে। বাড়ীর ভিতরের সৌন্দর্যের কথা বলে শেষ করার নয়। যে সৌন্দর্যের কারনে বাড়ীটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসতেন অগনিত মানুষ ও পর্যটক। ১৯৫২ সালে ২ জুলাই তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি জীবনদশায় নিজের পরিবার পরিজনদের চেয়ে প্রজাসাধারনের সুখের কথা বেশী ভাবতেন। আর সে কারনে তার মৃত্যুর পরও তার কর্মযজ্ঞের স্মৃতি আজও তাকে অমর করে রেখেছেন। বর্তমানে বাড়ীটি মোতাহার হোসেন খাঁন সাহেবের চতুর্থ ও ৫ম কন্যাদ্বয় চির কুমার রওশন মহল ও জৈলুশ মহলের নামে রেকর্ডকৃত এবং তারাই বিশেষ করে বগুড়া শহরে অবস্থানরত চিরকুমারী রওনক মহল বাড়ীটি নিজ দায়িত্বে দেখাশুনা ও সংস্কার কাজ সমাধান করে থাকেন। এদিকে প্রায় ৩ যুগের ও বেশী সময় ধরে সংস্কার না হওয়ায় কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বাড়ীটি আজ প্রায় ধ্বংস হতে চলেছে।
এখানে ঘুরতে আসা পর্যটকরা মোতাহার হোসেন খানের কর্মযজ্ঞের স্মৃতিকে আরও স্মরনীয় করে রাখতে সরকারী পৃষ্টপোষকতায় তার ধ্বংসাবশেষ বাড়ীটির অবকাঠামো ঠিক রেখে পরিকল্পিত এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে পরিনত করতে খাঁন পরিবারের প্রতি আহবান জানান। এতে পর্যটকের সংখ্যা যেমন বাড়বে তেমনি এলাকার ঐতিহ্যবাহী বাড়িটিও সুরক্ষা করা সম্ভব হবে।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খান বাবু বলেন, এই বাড়ির প্রতিষ্ঠাতা তার সম্পর্কে দাদা। তিনি মারা যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাড়ি সংস্কার করে পর্যটন হিসাবে এই এলাকাকে গড়ে তোলা সম্ভব। এতে বাড়ির সুন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমনি সুন্দর পরিবেশের সৃষ্টি হবে।
স্থানীয় মেম্বার লিপটন খান বলেন, বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ব্যক্তি মালিকানা কিংবা সরকারি ভাবে বাড়িটি সংস্কার করে পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা সম্ভব। পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলতে পারলে এই ভবন ঘিরে বিভিন্ন দোকান পাট গড়ে উঠবে। এছাড়াও এলাকার মানুষের আর্থিক কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে।
তিনি আরো বলেন, আমরা শুনেছি সেই সময় বিভিন্ন দিবস ও উৎসবে আত্মীয়-স্বজন, প্রজা, কর্মচারী আর কর্মকর্তাদের পদচারনায় মুখরিত হয়ে উঠতো বাড়িটি। অথচ আজ জমিদার পরিবারের সদস্যরা সেখানে না থাকায় নেই ঈদ আনন্দ।
বাড়িটি দেখাশোনার দায়িত্বরত স্থানীয় আক্কাস আলী বলেন, তিনি বাড়িটি দেখাশোনাসহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকেন। এছাড়াও বাড়িটি দেখতে আসা মানুষদেরকে ঘুরে ঘুরে বাড়িটি দেখান। বাড়িটি দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ধ্বংস হয়ে যাচ্ছে। সংস্কার করলে ভালো হতো।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের বলেন, গুনাহারে দৃষ্টিনন্দন অবকাঠামো সাহেব বাড়িটি বৃটিশ আমলের ঐতিহ্যবাহী একটি ভবন। এই বাড়ির চারপাশে নান্দনিক দৃশ্য এখানে লুকায়িত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জমির মালিকগণ পারস্পারিক আলোচনার মাধ্যমে এটি একটি পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলতে পারেন। তাহলে এই এলাকাটি পরিচিতির পাশাপাশি পর্যটন এলাকায় পরিণত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্রুখ খান বলেন, গুনাহারের জমিদার বাড়ি বা সাহেব বাড়ির স্থাপত্য আছে যা লোকে সাহেব বাড়ি বা জমিদার বাড়ি বলেই জানেন। তিনি জেনেছেন এই বাড়িটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। একটি বড় প্রাচীণ অবকাঠামো যা দেখতে অনেক দুর দুরান্ত থেকে লোকজন আসেন। ঘুরে ফিরে দেখেন ছবি তোলেন। এটি পর্যটন স্থান হিসাবে গড়ে তোলা যেতে পারে। জমিদারের বংশধর বা মালিকরা চাইলে এই বাড়ি পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলতে পারেন। সরকারের পক্ষ থেকে তিনি সার্বিক সহযোগিতা করবেন।
বিডি প্রতিদিন/আরাফাত