রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।
শওকত হাসান আলাদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
জানা গেছে, ১৮ জুলাই বিকালে রাজবাড়ীর বড়পুলে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ এনে গত ৩০ আগস্ট রাজিব মোল্লা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখসহ ৩০০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসানকে গ্রেফতার করে পুলিশ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ