নতুন রূপে প্রস্তুত করা হচ্ছে রাঙামাটির শহীদ মিনার। বর্ণাঢ্য রঙ তুলির আঁচড়ে সাজানো হয়েছে পুরো শহীদ মিনার চত্বর। লাল ও সবুজ বাতিতে আলোক সজ্জা করা হয়েছে শহীদ মিনারের প্রতিটি স্থর। কারণ রাত পোহালেই বাঙালি জাতির এক সমুদ্র রক্তের বিনিময়ে অর্জিত সে ২৬ মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবস। বুধবার দিনটি নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করবে রাঙামাটিবাসী।
রাত ১২টা এক মিনিটে আনুষ্ঠানিকভাবে এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে। একই সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুভ সূচনা করা হবে দিবসটির।
এছাড়া সূর্যোদয়েরর সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
শুধু তাই নয়, দিবসটি উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও বিভিন্ন রঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।
এছাড়া রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মারি স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ