ফরিদপুরে অবস্থিত দেশের একমাত্র নদী গবেষণা ইন্সটিটিউটের ডিজি এস এম আবু হুরাইরা ও ডিডি মোঃ আবুল এহসান মিয়ার অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নদী গবেষণা ইন্সটিটিউটের প্রধান ফটকে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি থেকে ডিজি ও ডিডিকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারনের আল্টিমেটাম দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক কাজী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ সোহেল রানা, মুখ্য সংগঠক আনিচুর রহমান সজল, যুগ্ম সদস্য সচিব মোঃ এনামুল চৌধুরী প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, নদী গবেষণা ইন্সটিটিউটের ডিজি আবু হুরাইরা বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি আওয়ামী লীগের পরিবারের লোক পরিচয় দিয়ে নানা অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন। এছাড়া নদী গবেষণার ডিডি মোঃ আবুল এহসান মিয়াও নানা দুর্নীতিতে জর্জরিত। বক্তারা অভিযোগ করে বলেন, ডিডি মোঃ আবুল এহসান মিয়া ফটোগ্রাফার পদে যোগদান করলেও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে ডিডি পদে আসিন হয়েছেন। যা নিয়মবহির্ভুত। অবিলম্বে ডিজি ও ডিডির অপসারণে আল্টিমেটাম দেওয়া হয়। তা না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়। অবস্থান কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি চলাকালে ডিজি ও ডিডির অপসারণের দাবিতে নানা স্লোগান দেন।
বিডি প্রতিদিন/এএ